kolkata

Nov 07 2023, 16:41

*Aaron Finch: Zampa ‘probably the premier white ball spinner in the world’*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 

 

 

 KKNB : Australia have found what they were missing earlier on in the tournament – their energy.

In the first two games, they looked like a flat cricket team in all three facets of the game. The last five games, in particular, there has been a lot more energy in the field and to me that's always a sign that a team is really up to the contest.

Energy plays a huge role in the success of a team and that is what has contributed to the success of Australia’s next opponents, Afghanistan.

They are a very good cricket team and what they have brought with their energy is second to none. They are obviously a highly skilled team. They still perhaps rely on their spinners quite a bit but the thing that I've loved is that they have been consistent with their batting.

The one question mark for me was if they had to chase runs. In the past, it would tend to be a bit shaky at times and they could falter but at this World Cup, they have been flawless in chases.

Australia’s win over England on Saturday was a really good game and they will have been happy to get over the line with their top order not firing.

England have had the wood over Australia over the last couple of years but we are beginning to see a bit of a change there and I was interested by Joe Root’s comment that England are still a better team man for man, given how the tournament has played out.

England have got some great players who in a couple of years will go down in history amongst the best ever in the format. Jos Buttler is a brilliant player in both white ball formats and man-for-man I think they match up against most teams, but they just haven't got it right at this World Cup.

I don’t think Australia will really care that they have knocked England out, that’s more one for the fans than anything else.

Australia came here with the aim of winning the World Cup and it’s not about which teams you beat, it is about making the semi-final as the first real tick. Australia will just be satisfied to be one step closer.

Adam Zampa was outstanding again for Australia. I wrote in my last column about how impressive he has been and what stands out for me is how well he is reading the batters.

With spin, half the battle is knowing when to bowl your variations based on reading the batters and the conditions. He is bowling so beautifully at the moment and he has taken so many crucial wickets.

There will be a lot of work that goes into reading batters, from the backroom staff and the senior players, but the preparation that he puts in himself is right up there as well. 

At times, you can get caught when you play against teams or individuals so much that you just sort of go through the motions of preparation at times because you get comfortable but Zamps dots his I's and crosses his T's each and every game.

That has shone through in his unbelievable consistency, taking at least three wickets in five consecutive games. He has been probably the premier white-ball spinner for a couple of years across the two white-ball formats around the world, so this is really good recognition of the skill of his craft.

Against Afghanistan, however, I think it will be the pace bowlers who will have more of a say. They are playing at the Wankhede, which probably plays into Australia's hands.

It is a really good cricket wicket; it helps pace a little bit more than it does spin. It bounces traditionally which can make it very good for batting once you get in, but it can be a difficult place to start your innings.

As Australia prepare for the game, they will inevitably think about what is riding on the game and know a win will guarantee qualification for the knockout stages.

But once you turn up to the game you tend not to think of the ramifications of your performance too much, and instead be a lot more focused on the opposition.

If Australia qualify for the semi-finals against Afghanistan, they will likely face South Africa, and I think they have what it takes to beat them.

The Proteas’ loss against India will have given a lot of teams confidence that if they get it right, they can be all over South Africa.

 Pic Courtesy by: ICC

kolkata

Nov 06 2023, 19:27

*রেশন দুর্নীতি নিয়ে সরব মমতা*


ভবানীপুরের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকেই নিশানা করলেন বাম আমলকে। রেশন দুর্নীতি নিয়ে হলেন সরব। মুখ্যমন্ত্রীর দাবি, 'এক কোটি রেশন কার্ড বাদ দিয়েছি, ওতেই ভুয়ো ভোট পড়ত। যারা আসলে চোর তারা পুলিশের মুখে আটা ছুঁড়ছে। আমি একটা কথা বলি। আমি চাই না দেশের সম্মান নষ্ট হোক, তাই চুপ আছি। আমরা কিছু নিইনি তাও আমরা চোর? কোন লোকটা চাল পায় না?'

 প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর আন্দোলনের স্মৃতি টেনে মমতার আরও বক্তব্য, 'কোন লোকটা চাল পায় না?সিঙ্গুরের আন্দোলন কবে শেষ হয়েছে, তাও তাঁরা এখনও চাল পান। " পাশাপাশি ভবানীপুরে বিজয়া সম্মিলনী উদযাপনে এ দিন প্রথম থেকেই হাল্কা মেজাজে বাঙালির সংস্কৃতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।

kolkata

Nov 06 2023, 11:37

*সপ্তাহের শুরুতেই ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা*


সপ্তাহের প্রথম দিন। আর প্রথম দিনেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থল সেই ঠাকুরপুকুর। কিছু মাস আগে এখানেই দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া প্রাণ হারিয়েছিল পথ দুর্ঘটনায়। আর আজ আবার ঘটল ভয়ঙ্কর ঘটনা।

বেহালার ঠাকুরপুকুর 3a বাস স্ট্যান্ড এর কাছে একটি দাঁড়িয়ে থাকা বাসকে পিছন থেকে এসে ধাক্কা মারে আরও একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়েই ঘটে এই বিপত্তি। আর এরপরই দ্রুত গতিতে আসা দুটি গাড়ি এসে ধাক্কা মারে ওই আগের বাসটিকে। এর মধ্যে একটি গাড়ি ধাক্কা মেরে একেবারে উলটে যায়। চালকের আসনের দিকটা একেবারে তুবড়ে যায় সব শেষে থাকা পুলিশের গাড়িটির। 

এমন ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ২১ জন গুরুতর আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। ওই সঙ্কটজনক ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে ফল বিক্রি করছিলেন। আচমকায় দুর্ঘটনার কবলে পড়ে যান তিনি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে স্থানীয়দের অনেকেরই ধারণা, দ্বিতীয় বাসটি দ্রুত গতিতে আসলেও তার সামনে আচমকায় চলে আসে একটি গরু। আর তাতেই নাকি বাসটি নিয়ন্ত্রণ হারায়। কেননা ঘটনাস্থল থেকে একটি গুরুতর আহত অবস্থায় গরুও উদ্ধার হয়েছে। এই দুর্ঘটনার পর ফের প্রশ্নের মুখে বেহালায় যাত্রী নিরাপত্তা ব্যবস্থা।

kolkata

Nov 06 2023, 09:24

*সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ*


কলকাতা: সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন বিমানবন্দরে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে বাকিবুর সহ ব্যবসায়ীদের সল্টলেকে গোপন আস্তানায় বৈঠক প্রসঙ্গে বলেন, "সাধারণ মানুষেরা এখন জানেন নেতারা কোথায় যেত। কোথা থেকে টাকা আসত। এ নিয়ে আলোচনা হত। সেগুলো এখন তথ্যসহ ইডি জোগাড় করে কোর্টে দিচ্ছে। সেই জন্য বারবার কোর্টে পেশ হবে কিন্তু জামিন হবে না। এত বড় দুর্নীতি হয়েছে অনেক তথ্য এসে গিয়েছে, সাজা হবে।"

লোকসভা ভোটের প্রস্তুতি কবে থেকে শুরু করবে বিজেপি সেই প্রসঙ্গে বলেন, "লোকসভা ভোটের প্রস্তুতি আমরা এক বছর আগে থেকে নিয়ে নিয়েছি।সাংগঠনিকভাবে নেতাদের যেখানে ভ্রমণ হচ্ছে সেগুলো লোকসভা ভোটের প্রস্তুতি। উন্নয়নের কাজে চলছে নির্বাচনের কাজে চলছে।"

ডায়মন্ড হারবার যে কাউকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে বলেন, "আমরা তো হারানোর জন্য চেষ্টা করব, ওখানকার মানুষও চাইছে মুক্তি। যেভাবে অত্যাচার লুটপাট হচ্ছে মানুষ খুবই কষ্টে আছেন, কিন্তু গায়ে জোরে পুলিশ দিয়ে সবাইকে আটকে রাখা হয়েছে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে।"

লোকসভা ভোটে বিজেপি কত আসন পাবে এবং পশ্চিমবঙ্গে প্রধান ইস্যু কি সেই প্রসঙ্গে বলেন, "সারাদেশ ৩৫০এর বেশি। আর এখানে ৩৫ আসনের টার্গেট অমিত শাহজি দিয়েছেন তার কাছাকাছি পৌঁছাবে এবার বিজেপি। সবই ইস্যু এখানে দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক এখানে যে চলছে ডামাডোল সাধারণ মানুষ হাহাকার করছে, বিকাশ হচ্ছে না, চাকরি-বাকরি নেই, রাস্তায় বসে আন্দোলন করছে লোকেরা প্রচুর ইস্যু আছে সাধারণ মানুষ সব জানে"।

kolkata

Nov 06 2023, 08:10

*সপ্তাহের শুরুতেই যানজট,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৬ই নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ৫০০-৬০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেলা ১২টা ৩০ নাগাদ স্টেটস হাউস থেকে ইউএস কনসার্ট পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ৪ হাজার জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বেলা ১টা নাগাদ শিয়ালদহ স্টেশন কমপ্লেক্স থেকে হবস স্ট্রিট পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৪০০-৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে হচ্ছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

kolkata

Nov 06 2023, 07:56

*রংবেরঙের লাইটের দাপটেও আলোর উৎসবে বাড়ছে মাটির প্রদীপ বিক্রি*


 এসবি নিউজ ব্যুরো: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বর্তমান সমাজে আলোর উৎসব মানেই বিভিন্ন ধরনের রংবেরঙের চীনা লাইট।তবে এইবারের দীপাবলিতে আলোর উৎসবে কৃত্রিম আলো নয়, বাড়ছে চিরাচরিত মাটির প্রদীপের চাহিদা। সামনেই দীপান্বিতার কালীপুজো। বিগত কয়েক বছর এই আলোর উৎসবের প্রধান উৎস ছিল রংবেরঙের বাহারী লাইট। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অকুলসাঁড়া গ্রাম বিখ্যাত মাটির তৈরি প্রতিমা, ঘট, হাঁড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রদীপ।

গ্রামের এক শিল্পী জানান, "এবার ধীরে ধীরে বিক্রি বাড়ছে গ্রাম বাংলার চিরাচরিত মাটির প্রদীপের। মাটির প্রদীপ তৈরি ও বিক্রি বিগত ২-৩ বছর ধরেই ক্রমবর্ধমান দাবি বিক্রেতাদের।" কালীপুজোয় প্রদীপ জ্বালানোর প্রচলন আজকের না, বহু প্রাচীন। কিন্তু ধীরে ধীরে দীপান্বিতা কালীপুজোয় প্রদীপ জ্বালানোর চল বদলে যায় রংবেরঙের নানান ইলেকট্রিক লাইটে। ঘরে ঘরে বাহারি লাইটের শোভায় প্রদীপের আলো ছিল ক্রমশ মুহ্যমান। একটা সময় দীপাবলীর সময়ে শহরের পাশাপাশি বাংলার ঘরে ঘরে বাহারি আলোর দাপটে হারিয়ে যেতে বসেছিল প্রদীপের শিখা। কিন্তু আবারও ধীরে ধীরে প্রদীপের শিখা প্রাণ ফিরে পারছে দীপাবলি উৎসবে।

ফলে কুমোর পাড়ায় ব্যস্ততা মাটির প্রদীপ তৈরিতে। পুরুষদের সঙ্গে সমানে সাহায্য করতে হয় বাড়ির মেয়েদের কেউ। বিগত ২-৩ বছর মাটির প্রদীপের চাহিদা বেড়েছে কালীপুজোর সময়। তাই সামনে কালীপুজো উপলক্ষ্যে কুমোর পাড়ার ঘরে ঘরে মাটির প্রদীপ তৈরি করতে ব্যস্ত কুম্ভকারেরা।

এই এলাকার কুম্ভকারেরা মাটির প্রদীপ তৈরি করে পাইকারি বাজারে বিক্রি করে। প্রতিবছর দুর্গাপুজো পর থেকেই মাটির প্রদীপ তৈরীর অর্ডার আসে দীপাবলি উপলক্ষ্যে। বিগত বছর গুলিতে উত্তরোত্তর বাড়ছে প্রদীপ তৈরীর অর্ডার।

kolkata

Nov 06 2023, 07:54

*কালী পূজার আগে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আজকের আবহাওয়া*


রোদ-বৃষ্টির খেলা। শীত আসছে আসছে করেও আসছে না। তবে দেখা মিলছে বৃষ্টির। পশ্চিমী ঝঞ্ঝা বা পুবালির সংঘাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘে ঢাকা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে আবার আবহাওয়ার বদল হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে। কালীপুজোর আগেই চলতি সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

আপাতত তাপমাত্রারও খুব একটা পরিবর্তন না হলেও ৩-৪ দিন পর তাপমাত্রা কমতে শুরু করবে আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। 

kolkata

Nov 06 2023, 07:53

*আজকের রাশিফল ৬ই অক্টোবর (সোমবার)*


 

মেষ রাশিফল (Monday, November 6, 2023)

এমন কোন কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতাবোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন। এটি আপনার পারিবারিক জীবনকে আরো অর্থবহ করে তুলবে। আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন, সে/তিনি আঘাত পেতে পারেন।

প্রতিকার :- ব্যবসা এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য জলে মিষ্টি দুধ গুলে বট গাছে ঢালুন।

বৃষভ রাশিফল (Monday, November 6, 2023)

খাওয়া এবং পান করার সময়ে সাবধান হোন। অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে। আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন- কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সঁপে দিন। আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন।

প্রতিকার :- মা সরস্বতী কে নীল ফুল দিয়ে পূজা করলে পারিবারিক জীবনের জন্য লাভদায়ক হবে।

মিথুন রাশিফল (Monday, November 6, 2023)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভাল কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। যদি আপনার স্ত্রীর স্বাস্থের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরো ভালো সময় পেতে পারেন।

প্রতিকার :- আপনার বাড়িতে কোনো পাত্রে গঙ্গা জল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

কর্কট রাশিফল (Monday, November 6, 2023)

আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্ম বিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। আজ যদি আপনি এবং আপনার স্ত্রী ভাল খাবার এবং পানীয় নিয়ে থাকেন, শরীর কষ্ট পেতে পারে।

প্রতিকার :- ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে।

সিংহ রাশিফল (Monday, November 6, 2023)

আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন। আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন, আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনও ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে। আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন।

প্রতিকার :- মূলতো ব্রহ্মা-রূপায়, মাধ্যথ বিষ্ণু-রূপনা, অন্ততঃ শিব-রূপায়, ভ্রূক্ষা-রাজ্য তে নমঃ এই মন্ত্র টি জপ করতে করতে অশ্বথ গাছে জল দিলে কর্ম জীবনে সাফল্য পাবেন।

কন্যা রাশিফল (Monday, November 6, 2023)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যাক্তিগত ব্যাপার আলোচনা করবেন না। আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন। কোন নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। আপনি আপনার স্ত্রীর থেকে আজ এটি যথেষ্ট পেতে পারেন।

প্রতিকার :- কাজে বেরোনোর আগে কপালে চন্দন বা কেশরের টিকা লাগান। এর ফলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে।

তুলা রাশিফল (Monday, November 6, 2023)

রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। আজ, এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না। ঘরের সৌন্দর্য্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন। ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন। বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনি আপাতদৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যহত করছিল। কিন্তু আজ, সব অভিযোগ বিলীন হয়ে যাবে।

প্রতিকার :- কোনো অকার্জকর মুদ্রা বহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

বৃশ্চিক রাশিফল (Monday, November 6, 2023)

মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। আপনার স্ত্রীর স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে। নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। আজ আপনি আপনার ফাকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে।

প্রতিকার :- বাড়িতে গঙ্গাজল ছেটালে শান্তি ও সুখের বাতাবরণ বজায় থাকবে।

ধনু রাশিফল (Monday, November 6, 2023)

আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে- আপনি অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন- তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথাব্যাথা অনুভব করেন। তবে, আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না, যা সঠিক নয়। এটি করলে ঝামেলা বাড়বে কেবল। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- ওম শুক্রয়ে নমঃ এই মন্ত্র দিনে ১১ বার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

মকর রাশিফল (Monday, November 6, 2023)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। আপনি আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে- আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন, নিজের জন্য কম। প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে। আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন বলে মনে হয়। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য ফুল গাছের টব এ কালো বা সাদা মার্বেল পাথর বা নুড়ি রাখুন।

কুম্ভ রাশিফল (Monday, November 6, 2023)

আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য- সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে- আপনার দিগন্ত বিস্তৃত হবে- আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারও সাথে দেখা করতে পারে। তবে এগিয়ে যাওয়ার আগে, সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন be যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজ এই মুহূর্তটির সদব্যবহার করুন।

প্রতিকার :- পরিষ্কার পরিছন্ন থাকলে এবং রোজ স্নান করলে আপনার আর্থিক উন্নতির পথ সুগম হবে।

মীন রাশিফল (Monday, November 6, 2023)

একটু আধটু শরীরচর্চা দিয়ে আপনার দিন শুরু করুন- এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন- এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এটি চমৎকার দিন। আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন। তাঁরাও এটির প্রশংসা করবে। আরো কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্থ করে দিবেন। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রানামামাহ্যাম ((Palasha Pushpa Sanghasham, Taaraka Graha Mastakam; Roudram Roudraathmakam Ghoram, Tam Ketum Pranamaamyaham) এই মন্ত্র ১১ বার জপ করুন।

kolkata

Nov 06 2023, 07:51

*ODI ICC World Cup,2023*

Sports News 

 Photo Gallery 

KKNB: CAB President Snehasish Ganguly Yesterday presented Virat Kohli with a gold plated bat that had "Happy Birthday Virat" mentioned on it. Below it was inscribed "You are a symbol of dedication and a living proof that age is just a number". Virat also cut a giant cake especially made with a Virat statute atop the dark chocolate cake with blue icing.

 Pic Courtesy by: CAB.

kolkata

Nov 05 2023, 14:36

*ODI ICC World Cup,2023*

Sports News

Today Match South Africa vs India.

India won the toss and chose to bat.